ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ফেনীর মানুষ : ডা. শাহাদাত

2

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলমান বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়। এটি হচ্ছে মানব সৃষ্ট বন্যা। এবারের বন্যার অন্যতম প্রধান কারণ হলো প্রতিবেশী দেশের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা। তারা হঠাৎ করেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিয়েছে। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ফেনী এলাকার মানুষ। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। তাই বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেয়া যাবে না। একইসঙ্গে ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাদুর্গতদের সহায়তায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপিসহ আমরা সবাই দলমত নির্বিশেষে এই বন্যা মোকাবেলায় কাজ করব ইনশাআল্লাহ।
তিনি ২৮ আগস্ট বিকালে ফেনীর ফাজিলপুর ও ফরহাদ নগর ইউনিয়নের বটতলী বাজার, সূর্যছায়া, বাদামতলী ও নতুন মসজিদ এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি সকল বানভাসি অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য বিএনপি সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর তাদের টিমের সদস্যদের নিয়ে ফেনীর বিভিন্ন এলাকায় ছুটে যান। তারা অসহায় মানুষদের খোঁজখবর নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ঔষধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
আবুল হাশেম বক্কর বলেন, ফেনীর বন্যাকবলিত এলাকায় সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ কষ্টে আছে। তাই এই মুহূর্তে বন্যা আক্রান্ত এই জেলাতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। যার যার সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। তিনি দেশের বন্যা পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু চেয়ারম্যান, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, মহানগর বিএনপি নেতা মো. আলমগীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, সহ সাধারণ সম্পাদক আবদুল আহাদ রিপন, আমিন উল্লাহ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী জেলা যুবদলের অর্থ সম্পাদক মোরশেদ উল্লাহ, বাকলিয়া যুবদলের সদস্য সচিব হাজী মো. মুছা প্রমুখ। বিজ্ঞপ্তি