ভয়ংকর মনে হলেও বাস্তবে রাউজান সম্ভাবনাময় ও উন্নয়নশীল: ড. জিয়া

1

রাউজান প্রতিনিধি

রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।
গতকাল সোমাবার (৩ নভেম্বর) বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সজল কান্তি চন্দ, কৃষি কর্মকর্তা মাছুম কবীর ও প্রধান শিক্ষক হাবিব উল্লাহ মাস্টার।
পরে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ইউএনও জিসান বিন মাজেদ ডিসপ্লের মাধ্যমে সম্ভাবনাময় রাউজানের সার্বিক চিত্র উপস্থাপন করেন। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনার কথা বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন।
বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, রাউজান বিশ্বমানের এলাকা, কৃষি ও গবাদিপশু উৎপাদনে অনেক এগিয়ে আছে। তবে সেচের কিছু সমস্যা রয়েছে। রাউজানের পরিস্থিতি বাইরে থেকে ভয়ংকর মনে হলেও বাস্তবে এটি সম্ভাবনাময় ও উন্নয়নশীল একটি উপজেলা।