বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, সাধারণ মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে ভালো-মন্দ ধারণা পোষণ করে থাকে। ফলে আপনাদেরকে সবরের মাধ্যমে দ্বীন কায়েমের কাজকে এগিয়ে নিতে হবে।
প্রত্যেক পাড়ায় মহল্লায় সকলের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ভবিষ্যত প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। গত ২৪ ডিসেম্বর চকবাজার থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও আব্দুর রাকিব, ১৬ নম্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হায়াত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য খালেদ জামাল, বাগমনিরাম ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রহমান ও মুহাম্মদ কামাল, মুহাম্মদ ই্য়াছিন, চকবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, মো. ইসমাঈল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, ব্যক্তিগত সকল কাজের মাঝেও দ্বীনের এই মহান দায়িত্বকে সঠিক ভাবে আঞ্জাম দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। নিজেদের ও সংগঠনের ভারসাম্যপূর্ণ কাজের সমন্বয় করতে হবে। ইসলামী আন্দোলনের পথে বাঁধা আসবে এটা স্বাভাবিক, এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই ইসলাম বিজয়ী হয়েছে। খোদাভীতি, মেধা, প্রজ্ঞা ও বিবেকবোধের আলোকে নিজেকে ও সংগঠনকে পরিচালনা করতে পারলেই কেবল আমাদের প্রতিটি স্তরের সাফল্যের পাশাপাশি পরকালীন মুক্তি লাভ সম্ভব হবে, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি