ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রকৃতির খুব কাছে থাকতে চান এবং পুরোদমে কৃষিকাজে মনোনিবেশ করবেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে বুবলী এই ইচ্ছার কথা জানান। ছবিগুলোতে তাকে কাঁঠাল গাছের পাশে বাগান পরিচর্যায় ব্যস্ত এবং জমিতে নিড়ানি দিতে দেখা গেছে। প্রকৃতির সবুজ পরিবেশে তার এই নতুন অবতার ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালবো। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’ বুবলীর এই ভিন্নধর্মী পরিকল্পনার প্রশংসা করেছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইলো এতো সুন্দর পরিকল্পনার জন্য।’