সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ ভিক্ষু সমিতির সভাপতি, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, সাহিত্য বিনোদ প্রয়াত পূর্ণানন্দ মহাথেরোর ২১তম স্মৃতিবার্ষিকী পটিয়া ভাÐারগাঁও গ্রামবাসীর উদ্যোগে ভাÐারগাঁও তিরতন বিহার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে-ভান্তের স্মৃতিচারণ সভা ও অষ্টউপকরণসহ সংঘদান, অষ্টবিংশতি বুদ্ধ ও সীবলী পূজা, বুদ্ধ প্রতিবিম্ব দান ও জ্ঞাতি ভোজন। এতে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রয়াত পূর্ণানন্দ মহাথেরোর প্রতি সশ্রদ্ধ নিবেদনে বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি