বড়পুল ছোটপুল বেপারী পাড়ায় আল্লামা জুবাইর’র গণসংযোগ

114

চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জলাবদ্ধতা শুধু চট্টগ্রাম-১১ এলাকা নয়, গোটা চট্টগ্রাম নগরীর জন্য অভিশাপ। জলাবদ্ধতার কারণে জনগণের নানাবিধ ভোগান্তি ও বিড়ম্বনার কোন অন্ত নেই। যা শুধু দুঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। তাই নির্বাচিত হলে গোটা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বড়পুল, ছোটপুল, বেপারী পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সচিব আলহাজ মাওলানা হাসমত আলী তাহেরী, আলহাজ্ব এম আলম রাজু, আলহাজ্ব জয়নাল আবেদীন বাবু, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা আবদুর রহিম, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাদেক হোসেন, শাহাজাদা মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দীন, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি