৩টি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলতে আগামী ৩১ অক্টোবর নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের। সফরে ভালো করার লক্ষ্যকে সামনে রেখে কক্সবাজারে অনুশীলন শুরু করে দলের ক্রিকেটাররা। ক’দিন সেখানে অনুশীলন করার পর পুরো দল চট্টগ্রামে এসে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আবারও নিবিড় অনুশীলন শুরু করে। অনুশীলনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক অজয় কুমার রেড্ডি ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও প্রধান প্রশিক্ষক সানোয়ার হোসেন। আজ দলটি টানা অনুশীলনের সমাপ্তি টানবে। এ উপলক্ষে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিশেষ অতিথি থাকবেন আবাহনীর পরিচালক সেলিম নবী। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি