ব্লক বিতর্কে ডলি সায়ন্তনী

1

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রীতিমতো ভরাডুবি হয়েছে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর। নির্বাচনে তিনি পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট! সেই ডলিই এবার জানালেন ফেসবুকে থাকা প্রায় ৯১ হাজার ভক্তকে ব্লক করার বিস্ময়কর খবর! এমন তথ্য দিয়ে ডলি স্বস্তি খোঁজার চেষ্টা করলেও মূলত তিনি বিপাকে পড়েছেন ফের! কারণ, ভোটার কিংবা ভক্তদের প্রতি তার ক্রোধ প্রকাশ পেয়েছে আবারও। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে ‘রঙ চটা জিন্সের প্যান্ট পরা’ শিল্পী বেশ গর্বভরা কণ্ঠেই জানালেন, ‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করবেন, তো ব্লক খাবেন।’
ফেসবুকে ডলি সায়ন্তনীর ফলোয়ার প্রায় ১০ লাখ। ডলির সেই ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরাও বিভিন্ন মন্তব্য করছেন। অনেকে তার ব্লক সিদ্ধান্তকে স্বাগত জানালেও সমালোচনাও কম হচ্ছে না। অনেকে বলছেন, ফের আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন! বাস্তবে এত সংখ্যক আইডি ব্লক করা বেশ কঠিন। প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে প্রথম একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। প্রথম অ্যালবামই সুপার হিট। ডলি সায়ন্তনী এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও তিনি সিনেমায় অসংখ্য গান করেছেন।