ব্র্যাডম্যান-টেন্ডুলকারকে ছাড়িয়ে পন্টিংয়ের পাশে কোহলি

1

এক বছরের বেশি সময় পরে সেঞ্চুরি পাচ্ছিলেন না বিরাট কোহলি। যদিও এই সময়ে মাত্র ৭টি টেস্ট খেলেছেন তিনি। কিন্তু ব্যাটারটির নাম কোহলি বলেই সমালোচনা হচ্ছিল বেশি। সেই সমালোচনার জবাব এবার সেঞ্চুরি দিয়েই দিলেন তিনি।
পার্থে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে তিন অঙ্কের দেখা পেয়েছেন কোহলি।
যে সেঞ্চুরিতে দুই ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এতদিন ভাগাভাগি করে নিয়েছেন শচীন ও কোহলি। দুজনেরই সেঞ্চুরি ছিল ৬টি করে। তবে সপ্তম সেঞ্চুরির মাধ্যমে এগিয়ে গেলেন কোহলি।
এশিয়ান ব্যাটারদের মধ্যেও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। সেঞ্চুরিতে অন্য আরেকটি রেকর্ডে তিনি পাশে বসেছেন রিকি পন্টিংয়ের। ভারত–অস্ট্রেলিয়া টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এত দিন সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরির রেকর্ড এককভাবে ছিল পন্টিংয়ের দখলে। পার্থের সেঞ্চুরিতে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। তবে সবমিলিয়ে এই দুই দলের টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরির রেকর্ড এখনো শচীনের দখলে।
শচীনের পাশাপাশি ব্র্যাডম্যানের একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় ক্রিকেটের সুপারস্টার টেস্টে নিজের ৩০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন আজ। আর তাতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ব্র্যাডম্যানকে পেছনে ফেলেছেন কোহলি। এতদিন দুজনের সেঞ্চুরি সংখ্যা ছিল ২৯টি করে। এই তালিকায় শচীন সবার উপরে। তার সেঞ্চুরি আছে ৫১টি। ৪৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৪১ সেঞ্চুরি নিয়ে তিনে আছেন পন্টিং। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে শচীনের পরেই আছেন কোহলি। শচীনের নামের পাশে আছে ১০০টি সেঞ্চুরি। কোহলির সেঞ্চুরি এখন ৮১টি। ৭১টি সেঞ্চুরি নিয়ে তিনে আছেন পন্টিং।