চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট সম্মেলন কক্ষে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো-শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, অনলাইন প্ল্যাটফর্ম এবং কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ ও প্রতিকারে টেকসই ব্যবস্থা তৈরি করা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা (এনজিও সেল) এবং সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দেবব্রত কর (ট্রাফিক পশ্চিম বিভাগ)। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং ব্র্যাকের অংশীদার সংস্থা ইপসা ও বøাস্ট এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ব্র্যাক শিখা প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি তুলে ধরেন ব্র্যাকের জেলা সমন্বয়ক। আলোচনায় অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও কর্মক্ষেত্রে নারী ও কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সচেতনতা, প্রতিরোধ ও সহায়তা কাঠামো শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রকল্পটি আগামী চার বছরব্যাপী (ফেব্রæয়ারি ২০২৫-জানুয়ারি ২০২৯) চট্টগ্রামসহ দেশের ছয়টি জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম) জুড়ে বাস্তবায়িত হবে। এর আওতায় মাধ্যমিক বিদ্যালয়, তৈরি পোশাক শিল্প, গণপরিবহন ও অনলাইন প্ল্যাটফর্মে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, রিপোর্টিং ও সহায়তা ব্যবস্থা, আইনগত সহায়তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ নেওয়া হবে। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিন আল আনাস, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও নাজমুল হক-প্রজেক্ট লিড। সভায় উপস্থিত সকলে প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি