ব্র্যাক ব্যাংকের ৫০তম উপশাখার মাইলফলক অর্জন

1

পঞ্চাশতম উপশাখা খোলার মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পৌঁছেছে এক নতুন উচ্চতায়। স¤প্রতি নগরীর অক্সিজেন মোড়ে উপশাখা উদ্বোধনের মাধ্যমে এই মাইলফলকটি অর্জিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কেক কেটে এই অর্জন উদ্যাপন করেন। এর ফলে চট্টগ্রাম মহানগরের এই গুরুত্বপূর্ণ এলাকার ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষরা এখন থেকে ব্র্যাক ব্যাংকের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম খোলা, ইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা গ্রহণ, ইউটিলিটি বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেক প্রসেসিং, আস্থা অ্যাপ এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা নিতে পারবেন। তবে, উপশাখায় ফরেন এক্সচেঞ্জ সেবাটি পাওয়া যাবে না। এই উপশাখা নেটওয়ার্কের স¤প্রসারণ হলো মাল্টি-চ্যানেল কৌশলের অংশ হিসেবে আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রæতির অংশ। ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণে বর্তমানে চট্টগ্রাম শহরে ১৪টি ব্রাঞ্চ এবং দুটি উপশাখা পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি