ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর আর্জেন্টিনার পত্রিকায়

3

 

কোপা আমেরিকায় দুই চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার বহু আকাক্সিক্ষত ফাইনাল ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা বিরাজ করছে ফুটবলবিশ্বে। কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে হাজারো মাইল দূরে অবস্থিত বাংলাদেশে সেই উন্মাদনা প্রায়ই লাগামছাড়া হয়ে যায়। এবার তো এমনই কিছু ঘটনার খবর পৌঁছে গেছে খোদ আর্জেন্টিনাতেই।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে এদেশে বাকবিতÐা থেকে শুরু করে হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামই সবচেয়ে বেশি আলোচনায় আসে। গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়। ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ।
উল্লেখ্য, আগামীকালের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ পুলিশের এই সতর্ক অবস্থানের কথা তুলে ধরা হয়েছে।