স্পোর্টস ডেস্ক
ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। তবে তার আগমন ঘিরে দেশটির ফুটবল মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে চলতি মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার কোচিং দলের জন্য এক কিংবদন্তির নাম সামনে এসেছে—তিনি আর কেউ নন, কাকা। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী কাকাকে আনচেলত্তি চাচ্ছেন ব্রাজিল দলের কোচিং স্টাফে যুক্ত করতে।
ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘সিএনএন ব্রাসিল’ জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার থাকুন, যিনি দেশের ফুটবল সংস্কৃতি, জাতীয় দলের পরিবেশ ও মানসিকতা ভালোভাবে বোঝেন। সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় কাকার নামটি।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটি সেতুবন্ধ তৈরি করতে পারবে।
ইতালির এসি মিলান ক্লাবে খেলার সময় কাকা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন আনচেলত্তির অধীনে। সেই সময় তিনি ২৭০টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইতালিয়ান লিগ (সিরি আ), ক্লাব বিশ্বকাপ, ইউরোপীয়ান সুপার কাপ এবং ইতালিয়ান সুপার কাপ। ২০০৭ সালে পেয়েছেন ব্যালন ডি’অর।