স্পোর্টস ডেস্ক
ম্যাচজুড়ে বিবর্ণ ফুটবল দেখা গেল ব্রাজিলের। প্যারাগুয়ের বিপক্ষে কেবল বল দখল ছাড়া কোনো অর্জনই ছিল না দলটির। যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল হারতে হয়েছে তাদের। সঙ্গে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলাও।
বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। দলটির হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেস। বাছাইপর্বে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। সবমিলিয়ে ৮ ম্যাচের স্রেফ ৩টিতে জয় পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান টেবিলের পাঁচে।
এদিকে, একের পর এক জয়ে উড়তে থাকা আর্জেন্টিনা ছন্দ হারাল আজ। তাদের টানা ১২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল কলম্বিয়ার মাঠেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক হামেস নেসতর লরেনসোর শিষ্যরা।
ঘরের মাঠে কলম্বিয়া অবশ্য এগিয়ে যায় শুরুতেই। তাদের এগিয়ে নেন ইয়ের্সন মসকেরা। বিরতির পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গনসালেস। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে তাদের জয়রথ থামান হামেস রদ্রিগেস। হারলেও ৮ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪ জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।