স্পোর্টস ডেস্ক
কার্লো আনচেলত্তি এখন আনুষ্ঠানিকভাবেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ আগামী ২৬ মে থেকে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন, ঠিক তার একদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ লা লিগা ম্যাচ খেলবেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
দুই পক্ষের সম্মতিতে ইতিমধ্যে চুক্তি সই হয়ে গেছে, এবং এতে আনচেলত্তি হয়ে গেলেন পুরুষ জাতীয় দলের ইতিহাসে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।
বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তির সামনে এখন বিশাল লক্ষ্য: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা করা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপ সামনে রেখেই তার এই নিয়োগ।
আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই শুরু হবে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়। তিনি দায়িত্ব নিচ্ছেন দোরিভাল জুনিয়রের জায়গায়, যিনি ১৪ মাস দায়িত্ব পালনের
রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ ভাবনায় যে নামটি ছিল একেবারে শুরু থেকেই, সেই জাবি আলোনসোকেই ক্লাব বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। কোনো অন্তর্র্বতী কোচ নয়, কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, একেবারে স্থায়ী ভিত্তিতেই দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার।