স্পোর্টস ডেস্ক
সময় চলে গেলেও রোনালদিনহো কখনো ফ্যাশনের বাইরে যান না। বল যখন তাঁর পায়েমর সঙ্গী ছিল, তখন যেমন মুগ্ধ করেছেন বিশ্ব, এখনো তেমনি তাঁর প্রতি ভালোবাসা অটুট ফুটবলপ্রেমীদের হৃদয়ে। সম্প্রতি তেমনই এক আবেগঘন দৃশ্য দেখা গেল জর্জিয়ার রাজধানী তিবলিসিতে, যেখানে ‘স্পোর্টস ওরিয়েন্ট’ আয়োজিত বার্সেলোনা কিংবদন্তিদের ম্যাচে ফের বার্সার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান এই জাদুকর। রোনালদিনহোর সেই চিরচেনা হাসি, সার্ফারদের মতো হাত মেলানো, আর অদ্ভুত এক আকর্ষণীয় উপস্থিতি—সব মিলিয়ে আবারো ঝলসে উঠলেন মাঠে। অনেক তরুণ ভক্ত, যারা তাঁর সোনালি সময় চোখে দেখেননি, তারাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন হোটেল ও স্টেডিয়ামের বাইরে, এক ঝলক দেখার আশায়, অটোগ্রাফ বা সেলফির আশায়। এই সফরেই তিনি স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কাকে দিয়েছেন একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে বর্তমান ফুটবল, বার্সেলোনা, ভিনিসিয়ুস, লামিনে ইয়ামাল ও আনচেলত্তির ব্রাজিল নিয়েও কথা বলেছেন অকপটে।আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি আশাবাদী, ও বিশ্বকাপ এনে দিতে পারবে।’