ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

3

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজকে উত্তরায় তার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করার তথ্য দেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। খবর বিডিনিউজের
ওসি হাফিজুর রহমান বলেন, তরুণের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগে মামলাসহ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এইসব মামলায় সোমবার রাতে তাকে উত্তরা তিন নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়, হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আদালতেরই সাবেক কৌঁসুলি তুরিন আফরোজসহ ১৯ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে তদন্তের আবেদন জানানো হয়। ওই আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আইনজীবী তুরিন ২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেয় প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরিন আফরোজ। ওই ট্রাইব্যুনাল গঠনের তিন বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় ভূমিকা রাখেন তিনি। তাকে ২০১৭ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তবে ওই মামলা পরিচালনার সময় অভিযোগ ওঠার পর ওই মামলাসহ ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ২০১৮ সালের মে মাসে। যুদ্ধাপরাধ মামলার আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তাকে অপসারণ করে ওই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার।