চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ব্যাডমিন্টনে দেবাশীষ বড়ুয়া দেবু ত্রিপল ক্রাউন অর্জন করেছেন। গতকাল রবিবার নগরীর সিজেকেএস জিমনেশিয়াম হলে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে মনিকা বড়ুয়া রাধাকে সাথে নিয়ে সাইফুল্লাহ চৌধুরী-মাহমুদা ফেরদৌস জুটিকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ত্রিপল ক্রাউন লাভ করতে সক্ষম হয়েছেন। এর আগে মোহাম্মদ ফারুককে সাথে নিয়ে দ্বৈতে এবং এককে চ্যাম্পিয়ন হয়ে ডাবল ক্রাউন অর্জন করেছেন। ব্যাডমিন্টন পুরুষ এককে তাজুল ইসলাম ফরিদ উদ্দিন চৌধুরীকে পরাস্ত করে ফাইনালে উঠেছেন। পুরুষ দ্বৈতের প্রথম সেমিতে রাহুল দাশ নয়ন-রবি শংকর চক্রবর্তী জুটিকে হারিয়ে শাহনেওয়াজ রিটন-তাজুল ইসলাম ফাইনালে উঠেছেন। অপর সেমিতে আলীউর রহমান-সবুর শুভ জুটি সুমন গোস্বামী-মিজানুর রহমান জুটিকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। ষাটোর্ধ্ব দ্বৈতে নির্মল চন্দ্র দাশ-জালাল উদ্দিন আহমদ চৌধুরী জুটি আফজল রহিম সিদ্দিকী-মাখন লাল সরকার জুটিকে হারিয়ে ফাইনালে উন্নীত হন। খেলাসমূহ পরিচালনায় ছিলেন চট্টগ্রামের ব্যাডমিন্টনের হেড কোচ মোহাম্মদ মোর্শেদ খান। তাকে সহযোগিতা করেন ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ এবং আবু জাফর মোহাম্মদ হায়দার।
ব্যাডমিন্টন ইভেন্টের শেষদিন আজ : ব্যাডমিন্টন পুরুষ একক ও দ্বৈতের ফাইনাল, চল্লিশোর্ধ্ব দ্বৈতের ফাইনাল, ষাটোর্ধ্ব দ্বৈতের একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ সকল বিভাগের ব্যাডমিন্টনের সবগুলো খেলা আজ সোমবার সম্পন্ন হবে। তাই অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সকাল সাড়ে দশটার মধ্যে সিজেকেএস জিমনেশিয়াম হলে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু অনুরোধ জানিয়েছেন।