ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ

1

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ। এ ম্যাচ হারার সঙ্গে সঙ্গে সিরিজও খোয়ালো লিটন দাসের দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৯ ওভারের খেলা শেষে ১৪৪ রানে। এতে ৫৭ রানের জয় পায় পাকিস্তান। পাকিস্তানের বিশাল রানের জবাবে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে বাংলাদেশ। এরপর ইমন আউট হয়ে যাওয়ার পর (৭ বলে ৮) ব্যাটিংয়ে ধস নামে সফরকারীদের।
দ্রæত উইকেট থেকে বিদায় নেন তানজিদ হাসান তামিম (১৯ বলে ৩৩), লিটন দাস (৯ বলে ৬), তাওহীদ হৃদয় ((৫ বলে ৫), জাকির আলী অনিক (১ বলে ০) ও শামীম হোসেন (৯ বলে ৭)। অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব ২৫ বলে ৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর নবম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন হাছান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। অবশেষে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এদিকে টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে হারার পর বাংলাদেশ ছিটকে গেছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের পেছনের প্রান্তে। ৯ নম্বর থেকে এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছে টাইগাররা। টানা চার ম্যাচে হারার ধাক্কায় বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৫, আগের ২২৫ থেকে নেমে এসেছে ২২০–এ। ফলে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান, উঠে গেছে ৯ নম্বরে। বাংলাদেশের ঠিক নিচে, ১১ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড, যাদের রেটিং ২০২।