ব্যাটারি রিকশা, জেলা-প্রাইভেট ট্যাক্সি নগরীতে বন্ধের দাবি

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত অবৈধ ব্যাটারিচালিত রিকশা, অবৈধ প্রাইভেট ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার নিবন্ধিত সিএনজি ট্যাক্সি মহানগরী থেকে দ্রæত অপসারণের আবেদন জানিয়েছে চট্টগ্রাম অটোরিকশা, অটোটেম্পু, ফোরস্টোক ও সিএনজি মালিক সমিতি। গতকাল বুধবার এসব বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর এ আবেদন জানান তারা।
আবেদনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জানান, চট্টগ্রাম মহানগরীতে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা, অবৈধভাবে প্রাইভেট সিএনজি ট্যাক্সি, চট্টগ্রাম এবং বিভিন্ন জেলার সিএনজি ট্যাক্সি মহানগরী থেকে দ্রæত অপসারণ পূর্বক আইনের আওতায় এনে অবিলম্বে বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এসব অবৈধ গাড়িগুলো কিছু প্রশাসনের কর্মকর্তা এবং কিছু সাংবাদিকদের নাম দিয়ে নগরীতে চলাচল করছে। যার কারণে বৈধ ১৩ হাজার চট্টমেট্রো সিএনজি ট্যাক্সিগুলো পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি নগরীর এই অবৈধ ট্যাক্সির কারণে সড়কে যানজট তৈরির পাশাপাশি, জনগণের দুর্ভোগ বাড়ছে। মালিকরা ঠিকমত ইনকাম পাচ্ছেন না। তাছাড়া মালিকদের গাড়ির আয়ের সাথে গাড়ির যন্ত্রাংশ দাম বেশি হওয়ায় খরচ বেশি হচ্ছে। এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশা, প্রাইভেট সিএনজি ট্যাক্সি ও চট্টগ্রাম এবং বিভিন্ন জেলার সিএনজি ট্যাক্সিগুলোকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এসব গাড়ি বন্ধের জন্য আবেদন জানাচ্ছি। আবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. কামাল হোসেন, নুর মোহাম্মদ, মো. নেজাম উদ্দিন, সঞ্জীত পাল, রনী নাথ, মো. আরিফ, মো. দিদারুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।