আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সিংহরা গ্রামের নারায়ণ মল্লিকের দোকানের পশ্চিম পাশে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তার নাম ফারুক ইসলাম (২৮)। তিনি উপজেলার চাতরী ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক পদে কর্মরতঅ
ফারুক ইসলাম বলেন, আমি গ্রাহক থেকে কিস্তি আদায় করে অফিসে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী এসে আমার পথ অবরোধ করে, সঙ্গে সঙ্গে আরো দুইজন আগে থেকে রাস্তায় দাঁড়ানো থাকা যুবক এসে ছুরি দেখিয়ে আমার কাঁধে থাকা ব্যাগ ধরে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে আমি মাটিতে পড়ে যাই। ব্যাগ ছিল আমার পিঠের নিচে। পরে ছিনতাইকারীরা ছুরি দিয়ে আমার কাঁধ থেকে ব্যাগের ফিতা কেটে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়।
প্রত্যক্ষদর্শী মিঠু বৈদ্য বলেন, আমি অটোরিকশা নিয়ে আসার সময় দেখি ছুরি হাতে তিনজন যুবক ‘কিস্তি স্যার’ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæত একটি লাল রংয়ের মোটরসাইকেল করে মেইন রোডের দিকে চলে যেতে দেখি।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, সিংহরা এলাকায় ফারুকের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের প্রায় দুই লক্ষ টাকা ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।