পূর্বদেশ ডেস্ক
আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দেশের সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সরকার। এরপর ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, তিন দিন (রোববারসহ) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা থাকবে। তবে লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক বলেছে, যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ব্যাংকিং ও দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো। খবর বাংলা ট্রিবিউনের।
এর আগে শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।