রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপী ঋণ আদায়ের বিকল্প নেই। খেলাপী ঋণ আদায়ে তিনি শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। গতকাল রূপালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়িক বার্ষিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছাতে হবে। যে কোন সমস্যার ত্বরিৎগতিতে সমাধান, যে কোন ঋণ প্রস্তাব, পুনঃতফসিলকরণ, সুদ মওকুফ প্রস্তাব দ্রুত অনুমোদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি সুদ বিহীন এবং স্বল্প সুদ বাহী আমানত সংগ্রহে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। মহাব্যবস্থাপক এস এম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। তিনি সকল শাখা ব্যবস্থাপককে তাদের নিজ নিজ শাখার শ্রেণীকৃত ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দ্রুত সমস্যা সমাধানে প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগে এবং জেলা পর্যায়ে প্রতিটি বিভাগ ও জোনাল অফিসে ফোকাল পয়েন্ট কর্মকর্তা-কে দায়িত্ব প্রদান এর নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অধীন সকল জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীবৃন্দসহ সকল শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি