স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামের প্রতিশ্রুতিশীল ক্রীড়া সংগঠক ইয়াসিন আরাফাতের উদ্যোগে এবং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের মুল পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল (শনিবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলয় ব্র্যাক ব্যাংক পর াজিত করে মার্কেন্টাইল ব্যাংককে।
অন্যদিকে প্লেইট পর্বে ঢাকা ব্যাংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান শফিকুল হক হীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিন আকবর (অবসরপ্রাপ্ত) হেড অফ জিএসডি ,ব্র্যাক ব্যাংক। আরো উপস্থিত ছিলেন টুর্নামে› আয়োজক ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবের সভাপতি ইয়াসিন আরাফাত, টেকনিক্যাল ডিরেক্টর মুর্তজা রায়হান মিঠু প্রমুখ।