দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম করোনা পরিস্থিতিতে আমদানিকৃত পণ্য ছাড়করণ ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করার জন্য ৩১ মার্চ এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন। পত্রে তিনি ১০ টি প্রস্তাবনায়- কাস্টম ক্লিয়ারিং চালু থাকলেও আমদানিকৃত ভোগ্যপণ্য, বিভিন্ন ফল-মূল ইত্যাদি বন্দর থেকে ছাড় করতে এসব পণ্যের মধ্যে কোন প্রকার জীবাণু আছে কিনা তা পরীক্ষার জন্য কোয়ারেন্টাইন এবং রেডিয়েশন পরীক্ষা করতে হয়। কিন্তু বর্তমানে এসব পরীক্ষা চালু না থাকায় চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্য আটকে আছে। এসব পণ্য ছাড়করণের লক্ষ্যে কোয়ারেন্টাইন ও রেডিয়েশন পরীক্ষা করার জন্য অতিদ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। দ্বিতীয় প্রস্তাবে -আমদানিকারকদের সহায়তা করার লক্ষ্যে চলতি বছরের মার্চ-মে মাসের সমূদয় চার্জ মওকুফ করতে এবং বিভিন্ন অফডক ও শিপিং এজেন্টের ওয়্যার ফেয়ার চার্জ মওকুফ করে – আমদানিকারকদের জন্য উল্লেখিত সময়ে সমূদয় পোর্ট চার্জ, অফডক ও শিপিং এজেন্টের ওয়্যার ফেয়ার চার্জ মওকুফ করার জন্য বিশেষভাবে আবেদন জানান। আর করোনার ভয়াবহ এ পরিস্থিতিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি ইউটিলিটি বিল সারচার্জবিহীন পরিশোধের জন্য জুন পর্যন্ত সুযোগ দেয়ার সুযোগ চান। মার্চ থেকে মে পর্যন্ত আমদানি পর্যায়ে সব ধরনের ভ্যাট অব্যাহতিও চান তিনি। সকল টার্ম লোনের ইনস্টলমেন্ট এখন থেকে ৯০ দিনের জন্য রিশিডিউল করার সুপারিশ করেন। স্বল্প মেয়াদী মূলধনের সুদ ৯০ দিনের জন্য মওকুফ করা, ১ মাসের গ্যাস, বিদ্যুৎ বিল মওকুফ করা, সরকার নির্দেশিত বন্ধের সমপরিমাণ শ্রমিক মজুরি প্রদানের আহব্বান জানান তিনি।
জরুরি ঔষধ, চিকিৎসা সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি