পাহাড়তলী থানার ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সোমবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ফিরোজশাহ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সাবেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাজ্জাক দীর্ঘ কর্মময় জীবনে সিজেএমসিএল ও ভিক্টোরি জুট প্রোডাক্টসের প্রোডাকশন ম্যানেজার, শিপ ব্রেকিংয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শিল্প ও বাণিজ্য অঙ্গনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক পরিমন্ডলেও ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বহুমানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেন বিসিটিআই প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, আলেমে দ্বীন শায়েখ আবু নোমান তারেক, ইসলামীক এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এটিএম আব্দুল গফুর নাছির এবং ইঞ্জিনিয়ার আবু ফাতাহ মোহাম্মদ কুতুবউদ্দিন নাজিম, ডা. এ কিউ এম মুজাহিদুল ইসলাম প্রমুখ। মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ মাগরিব পশ্চিম ফিরোজশাহ্ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি