ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ কণ্ঠই হতে পারে সবচেয়ে বড় শক্তি

4

‘চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রম দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হলেও, চট্টগ্রামের উন্নয়নে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই বৈষম্য দূর করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ কণ্ঠই হতে পারে সবচেয়ে বড় শক্তি’।
গতকাল মঙ্গলবার আগ্রাবাদের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘চট্টগ্রামের উন্নয়নে ব্যবসায়ীদের ভ‚মিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ কথা বলেন। এই সভার আয়োজন করে চট্টগ্রাম ব্যবসায়ী সমাজ।
এসময় তারা আরও বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এ অঞ্চলের উন্নয়ন ছাড়া বাংলাদেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের শিল্প-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের বড় অংশ আসে এই শহর থেকে। কিন্তু ব্যবসায়ীরা নানা প্রশাসনিক জটিলতা, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত হয়রানি এবং বন্দর কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়িক পরিবেশকে আধুনিক ও গতিশীল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের’ প্যানেল লিডার এসএম নুরুল হক বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পরিবহন ও কাস্টমস সংক্রান্ত ঝামেলা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় জরুরি। তারা ব্যবসায়ীদের স্বার্থে একটি স্থায়ী সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব রাখেন।
ওয়াহিদুল মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মো. কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এসএম কামাল উদ্দিন, এটিএম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ. রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী এবং মোহাম্মদ মুছা।
সভায় বক্তারা একমত হন, চট্টগ্রামকে একটি ব্যবসাবান্ধব ও আধুনিক বাণিজ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে ব্যবসায়ীদের ঐক্য, দায়িত্বশীল প্রশাসন ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ই হতে পারে মূল চাবিকাঠি।
সভায় সভাপতির বক্তব্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান শাহাজান মহিউদ্দিন আগামী ১ নভেম্বরের উৎসবমুখর পরিবেশে সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে পূর্ণ প্যানেলে ভোটদিয়ে বিজয়ী করা আহবান জানান। বিজ্ঞপ্তি