ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল

1

কক্সবাজার প্রতিনিধি

নেতাকর্মীদের চোখকে ফাঁকি দিতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকটা গোপনীয়ভাবে ব্যক্তিগত সফরে সস্ত্রীক কক্সবাজার ভ্রমণে আসলেও ধরা পড়েন নেতাকর্মীদের ভালবাসার জালে।
গতকাল শুক্রবার বিএনপির শীর্ষ এই নেতার সস্ত্রীক দেখা মিলেছে কক্সবাজারের উখিয়ার ইনানীতে।
বিএনপির মহাসচিব ইনানীতে অবস্থান করছেন, এ খবর জানাজানি হলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে যান প্রিয় নেতাকে দেখতে। কনকনে শীতে রাস্তায়, দোকান পাট ও আশপাশের হোটেল-রেস্টুরেন্টে দল বেধে অবস্থান নেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা গভীর রাত পর্যন্ত অবস্থান করেন। তবে একান্ত ব্যক্তিগত সফর হওয়ায় গণহারে নেতাকর্মীদের সাক্ষাৎ দেননি তিনি।
মির্জা ফখরুলের সাথে সবার সাক্ষাতের সুযোগ না হলেও সুযোগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার সদর রামু আসনের সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহব্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে গত শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার এসেছেন। বর্তমানে উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের পাশের ডেরা রিসোর্টে অবস্থান করছেন তিনি।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মহাসচিব ব্যক্তিগত সফরে এসেছেন। এতে দলীয় কোন কর্মসূচি নেই। তিনি কয়েকদিন অবকাশ যাপন করে ঢাকায় ফিরবেন।