শতাব্দী প্রাচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ উদ্যাপন উপলক্ষে সভা গত ১৮ মে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৩ জুন দুপুরে নগরীর কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-বৈকালিক ভৈষজ্য সংঘদান, ধর্মালোচনা, গুণীজন সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান, স্মারক ‘বিশ্বমৈত্রী’ প্রকাশ, সুধী সমাবেশ, নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সকলের সর্বসম্মতিক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অব.) রিটন কুমার বড়ুয়াকে সভাপতি, রোটারিয়ান সপু বড়ুয়াকে সাধারণ সম্পাদক, চসিক’র নির্বাহী প্রকৌশলী (অব.) প্রকৌশলী অসীম বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী ও সমাজকর্মী প্রদীপ বড়ুয়াকে অর্থ সম্পাদক করে বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি