বোয়ালখালী পৌর যুবলীগের আহব্বায়ক কমিটি

5

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী পৌরসভা যুবলীগের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রাসেল
তালুকদারকে আহব্বায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। গত ৩ এপ্রিল উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.সায়েম কবিরের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।
গঠিত আহব্বায়ক কমিটিতে ১৪জন যুগ্ম আহব্বায়ক ও ২১ জনকে সদস্য করা হয়েছে।
যুগ্ম আহব্বায়করা হলেন- মিজানুর রহমান বাপ্পি, ওমর ফারুক, সাজ্জাদ হোসেন রুবেল, সাইফুল ইসলাম, মোরশেদ আলম জনি, জসিম উদ্দিন, শওকত আলম, শাহাদত হোসেন, শাহাদত হোসেন, ইসমাঈল (রিপন), কফিল উদ্দিন, আকতার আহমেদ, আরমান তালুকদার ও মো.রকিব।
এর আগে একই তারিখে উপজেলা যুবলীগ সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পৌরসভা যুবলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘ ৬ বছর যাবৎ কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হওয়ায় এবং উপজেলা যুবলীগের সাথে সমন্বয় না করায় গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।