গোমদন্ডী একাদশ ক্লাব আয়োজিত স্বাধীনতা কাপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে কাজী ছগির একতা সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নির্ধারিত সময়ে ১-১ ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে কাজী ছগির একতা সংঘ ২-০ গোলে বিজয় লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কাজী ছগির একতা সংঘের ছোটন। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের শাহেদ। সেরা গোলদাতার পুরস্কার জিতে নেন বিজিত দলের ইমন দাশ।
ফাইনাল খেলা গতকাল ১৪ মার্চ রাতে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। গোমদন্ডী একাদশ ক্লাবের উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান এএস সাইফুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাধারণ সম্পাদক এস.এম মোদ্দাচ্ছের, শিক্ষানুরাগী এসএম একরামুল হক।