বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মাঠ দিবস পালিত হয়েছে। গত ৩ জানুয়ারি বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (শস্য) আবদুস সোবাহান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশীষ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ আরিফ, পৌর কাউন্সিলর ইসমাঈল হোসেন চৌধুরী আবু, কৃষি উদ্যোক্তা জসিম উদ্দিন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, স্কিম ম্যানেজার মো. এস্কান্দর ও মো. সাইফুদ্দিন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার সব ধরণের সহযোগিতা করছে। প্রযুক্তিগত ভাবে উন্নত জাতের ফসল ফলানোর ব্যাপারে কৃষকদের এগিয়ে আসতে হবে।