বোয়ালখালীতে মহাজোট মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মঈন উদ্দিন খান বাদলের একটি নির্বাচনী অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২৩ ডিসেম্বর উপজেলা কধুরখীল ইউনিয়নের লালাদিঘির পাড় এলাকার নৌকা প্রতীকে প্রার্থী মঈন উদ্দিন খান বাদলের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান। তিনি বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত জেনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, টহল পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় গত সোমবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা হারুন মিয়া, মো. আজিজ, ইউনিয়ন আ.লীগের আহব্বায়ক দিদারুল আলম, যুগ্ম আহব্বায়ক রাজীব চক্রবর্তী, আবু কাউছার, শফিউল আজম, মো. আবছার, নবজিত চৌধুরী রানা, মো. বাবর, সরোজ চৌধুরী প্রমুখ।