করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম আবু বক্কর মো. রেজা (৩৩)। তিনি সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত। তিনি উপ-সহকারী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে আছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পৌর সদর গোমদন্ডী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানিয়েছেন।
তিনি বলেন, বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রেজা গুজব ছড়িয়েছেন বলে তাকে বোয়ালখালী থেকে আটক করা হয়েছে।
“ঊহমৎ অনস জবুধ জবুধ নামে নিজের ফেইসবুক আইডি থেকে রেজা শুক্রবার দুপুরে ‘বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ একটি পোস্ট করেন। পরে সেটি মুছে ফেলেন তিনি।
এদিকে ফেইসবুক পোস্টটি দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে ৭ নম্বর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান। খবর বিডিনিউজের