বোয়ালখালীতে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মধ্যম কড়লডেঙ্গা দুলা পুকুর পাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় এক মাদক ব্যবসায়ী পাহাড়ি পথে এসব চোলাই মদ এনে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করছিলো। এসময় এলাকাবাসী ধাওয়া দিলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদ সদস্য মাহমুদ করিম থানায় খবর দিলে পুলিশ উদ্ধারকৃত মদ জব্দ করে।
ইউপি সদস্য মাহমুদ করিম বলেন, রাত সাড়ে দশটার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় ৮০ লিটার পরিমাণ চোলাই মদ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, কড়লডেঙ্গা থেকে ৮০ লিটার পরিত্যক্ত মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।