বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরা

1

দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে তৃতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষার পর উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি এই স্পিনার। বৃৃহস্পতিবার বোলিং পরীক্ষায় সাকিবের বৈধতা ফিরে পাওয়ার খবরটি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি। সাকিবের বোলিং নিষেধাজ্ঞা না থাকায় খুশি অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মিরপুরে গণমাধ্যমকে মেহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের নিউজটা দেখে খুব ভালো লেগেছে।’
সাকিব লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না। তবে মেহেদি আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তিনি বলেন, ‘আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।’