বোয়ালখালীর জগদানন্দ মিশন গীতা শিক্ষা বিদ্যাপীঠের তীর্থ ভ্রমণ

1

বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী জগদানন্দ মিশন গীতা শিক্ষা বিদ্যাপীঠের উদ্যোগে গীতা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে তীর্থ ভ্রমণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মঠ-মন্দির পরিদর্শন করে তীর্থ ভ্রমণ কর্মসূচি শেষ হয়েছে। হাটহাজারী উপজেলায় অবস্থিত শ্রী শ্রী পুন্ডরীক ধাম, নন্দীরহাট শ্রী শ্রী লোকনাথ মন্দির ও বাসুদেব দত্ত বাড়ি পরিদর্শন করেছেন। তীর্থ ভ্রমণের সময় উপস্থিত ছিলেন জগদানন্দ মিশন মন্দির পরিচালনা স্থায়ী পরিষদ সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, গীতা শিক্ষা বিদ্যাপীঠের উপদেষ্টা অজিত ধর, গীতা শিক্ষা বিদ্যাপীঠের প্রশিক্ষক শচীন্দ্র নাথ, মাইকেল নাথ, সজিব দাশ, রবিন মজুমদার, জুয়েল নাথ, জগদ্বীশ নাথ, আশিষ নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি