বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর-খরণদ্বীর ইউনিয়নের তুলাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের আলতাফের ছেলে মো. বেলাল (৪২), বেলালের ছেলে সাব্বির (৬) ও একই এলাকার মো. হোসেনের ছেলে সাকিব (২৬)। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর তুলাতলে একটি মোটরবাইক হঠাৎ সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে এক শিশুসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। আহত ৩ জনই বাইক আরোহী ছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. পূজা ভৌমিক বলেন, বিকেল ৩ টায় দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বাইক চালক মো. বেলালের পা ভেঙে গেছে এবং মাথা ও মুখে আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।