বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগে টুন্টু জলদাস (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে টুন্টুকে গ্রেপ্তার করে।
টুন্টু জলদাস উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ভারম্বা ঘাট জলদাসপাড়ার মৃত রমনী জলদাসের ছেলে।
মামলার এজাহারে জানান, গত শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে টুন্টু শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, শিশুটির মা বাদি হয়ে লিখিত এজাহার দায়ের করলে আসামি টুন্টকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।