বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন মৎস্য চাষিকে ৭৪০ কেজি পোনামাছ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল বড়ুয়ার সভাপতিত্বে ও অফিস সহকারী মো. আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন ও মেরিন ফিশারিজ প্রজেক্টের রাশা আদে মোরসালিন।