বোয়ালখালীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সভা

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, উপ-পরিদর্শক মো. জুয়েল রানা, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা ও ফিল্ড সুপার ভাইজার স্বপন কুমার দে। সভায় শিশুর প্রারম্ভিক বিকাশে শিক্ষার হার বৃদ্ধি এবং মানবিক সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রচার প্রসার নিয়ে আলোচনা হয়।