বোয়ালখালী প্রতিনিধি
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইন সম্পন্ন করার লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এইচপিভি টিকার বিশেষ ক্যাম্পেইন সংক্রান্ত এ সভায় আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের স¤প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বোয়ালখালীতে সাড়ে ১৩ কিশোরীকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন। তিনি বলেন, স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা রেজিষ্ট্রেশন করে এ টিকা নিতে পারবেন। এছাড়া স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উলাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, ডা. মাসুদ আলম, প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন আকরাম, সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, ডা. প্রিয়াঙ্কা চৌধুরী ও মেডিকেল টেকনোলজিস জিহাদ বাবলু। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, বিহার ও মন্দিরের পুরোহিতগণ উপস্থিত ছিলেন।