বোয়ালখালীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

1

বোয়ালখালী প্রতিনিধি

ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকাশ টিউটোরিয়াল হোম স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে প্রত্যাশী পরিচালিত আকাশ টিউটোরিয়াল স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১০ টি প্রকল্প নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, প্রত্যাশীর পরিচালক মনোয়ারা বেগম। সহকারী শিক্ষক চৈতী বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যাশীর উন্নয়ন উপদেষ্টা রাশেদা খানম ও প্রধান শিক্ষক লুৎফুন্নাহার।বক্তারা বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণের মধ্যে দিয়ে শিশুরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুশীলনে থাকবে। বর্তমান শিক্ষার্থীদের টেকসই প্রযুক্তি ব্যবহার করে টেকসই উন্নয়নে দেশ এগিয়ে যাবে। এসময় মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।