বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতবিনিময়

1

শিক্ষারভিত্তি রচিত হয় প্রাথমিক পর্যায় থেকে। প্রাথমিক বিদ্যালয় থেকে যদি শিক্ষার্থীদেও দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে দক্ষ ও মেধাবী জাতি গঠনে এসব কোমলমতি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১৮ নভেম্বর বোয়ালখালী উপজেলায় নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ উপস্থিত কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদকে বরণ করে নেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহেদা বেগম, শাহরিয়ার সুলতানা, বিকাশ ধর, অফিস সহকারী সত্য দিতানন্দ সরকার, মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক নজির আহমদ, মো. ইলিয়াস, নুরুল হুদা চৌধুরী, তৌহিদুল হাছান, সুমন কুমার দাশ, মোহাম্মদ জসীম উদ্দীন, হারুন অর রশীদ, কাজল কান্তি চৌধুরী, তরুণ বড়–য়া, ইসমাত ফারজানা, দিল সিতারা তাহের, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, মোহাম্মদ উল্ল্যাহ, উত্তম কুমার বিশ্বাস, আবদুল আখের প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি