বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে পুকুরে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিম গোমদন্ডী বানু মেম্বার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
মুনতাহা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মাঝির বাড়ির মৃত মো. ছৈয়দের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নার্সারিতে পড়তো।
স্থানীয়রা জানান, ঘরে নাস্তা করার পর বাড়ি সাথে লাগোয়া পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় মুনতাহা ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মুনতাহা গত ৩ বছর ধরে বানু মেম্বার টেক এলাকায় নানীর বাড়িতে মায়ের সাথে বসবাস করছে। মুনতাহার বাবা মারা যাওয়ার পর তারা নানীর কাছে চলে আসে। তার মা শেলি আক্তার পোশাক কারখানায় চাকরি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন ইকতেদার বলেন, রাত ৮টায় মুনতাহা নামে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।