বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী পৌরসভায় পৃথক অভিযানে মদ ও গাঁজা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ মাদক ব্যবসায়ী ও ২ সেবনকারীকে আটক করে পুলিশ। ধৃত মাদক সেবনকারী ও ব্যবসায়ীর সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় কারাদÐ ও জরিমানা করেন আদালত। এসময় আটক ওয়াসিমের বসতবাড়ির আশেপাশে ময়লার স্তুপে পলিথিনের মোড়কে লুকিয়ে রাখা ৮০০ গ্রাম গাঁজা এবং পুকুর থেকে প্লাস্টিকের পলিথিনের বস্তা ভর্তি ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার পৃথক এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীর ছৈয়দ মোহাম্মদের বাড়িতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীরা ও বোয়ালখালী থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধৃত মো. ওয়াসিম (৫০) নামের ওই মাদক ব্যবসায়ী জব্দকৃত মাদকগুলো তার বলে স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভ‚মি) কানিজ ফাতেমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি ইউনিটের সহযোগিতায় মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। ধৃত ওয়াসিমের বসতবাড়ির আাশেপাশে ময়লার স্তুপে পলিথিনের মোড়কে লুকিয়ে রাখা ৮০০ গ্রাম গাঁজা এবং পুকুর থেকে প্লাস্টিকের পলিথিনের বস্তা ভর্তি ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ওয়াসিম এসব মাদক তার বলে নিশ্চিত করে অপরাধ স্বীকার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওয়াসিমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অন্যদিকে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দার পাড়া ইউছুপ তালুকদার বাড়ির জিয়া উদ্দিন আইমন (২৪) ও ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী আমির আলী বাপের বাড়ির তৌহিদকে (১৯) মাদক সেবনের দায়ে ৭ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেছেন অপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ইউনিটের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ওয়াসিমকে কারাদন্ড ও অর্থদন্ডে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক আদালতে দুই সেবনকারীকেও উভয়দন্ডে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জব্দকৃত মাদক উপস্থিত সকলের সামনে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) ছিল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।