বোয়ালখালীতে ডোবায় পড়ে বৃদ্ধার মৃত্যু

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ডোবায় পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম জলেয়া খাতুন। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী ফুলতল এলাকার আফির বাপের বাড়ির মরহুম এয়াকুবের স্ত্রী। তিনি দুই ছেলে ও সাত মেয়ের জননী।
জানা গেছে, গত শনিবার বিকেলে প্রতিদিনের ন্যায় তিনি বাড়ির পাশে হাঁটতে বের হয়ে বাড়ি ফেরেননি। এরপর রাতে একটি ডোবার তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে তিনি হাঁটতে বের হন। এরপর ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে থাকেন। এর একপর্যায়ে রাত ১১ টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃদ্ধার নাতি মো. মনছুর বলেন, দাদি হয়তো অন্ধকারে রাস্তা ভুল করে পাশের ডোবায় পড়ে যান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ১১০ বছর। গতকাল রবিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদিকে দাফন করা হয়েছে।