বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত (৪) নামের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। রিশাত আকুবদন্ডী গ্রামের মো. রিপনের মেঝ ছেলে।
শিশুটির চাচা মো. রুবেল জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় রিশাত। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, শিশু রিশাতকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।