বোয়ালখালীতে ট্রাকে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেছেন। নুরুল হুদা শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের খালেক সওদাগর বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে। নুরুল হুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোনজামাইয়ের মোটর সাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) করে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নুরুল হুদা মোটর সাইকেলের পেছনে বসেছিলেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার সময় পৌরসভার পশ্চিম গোমদন্ডী জমাদার হাট এলাকায় একটি ইটবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে অটোরিকশা দেখে মোটর সাইকেলটি ব্রেক কষে কাত হয়ে পড়ে যায়। এসময় মোটর সাইকেলের পেছনে বসা এক আরোহী ট্রাকে পেছনের চাকায় পিষ্ট হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় ট্রাকচালক আরিফুরকে (৩৫) আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি (পিরোজপুর-ড-১১-০১২৩) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।