বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (র.)’র ঈদে মিলাদুন্নবী(দ.)

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে রাহমাতুল্লিল আ’লামীনের শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (র.) উপলক্ষে ২০ তম আয়োজনে পবিত্র খতমে কোরআন শরিফ ও খতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি থেকে ৪দিন ব্যাপী সারোয়াতলীর উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে এ মাহফিল সহ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। গোলামানে গাউসুল আজম দস্তগীর (র.) সংগঠনের সহ সভাপতি মো. আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় মাহফিলের ১ম দিবস ও ২য় দিবসে সভাপতিত্ব করেন যথাক্রমে মোহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ সেলিম। আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ফকিহ মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মালেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী, ইসলামিক স্টাডিজ বিভাগ সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, চট্টগ্রাম আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইদ্রীছ আনসারী, মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান, ৯নং আমুচিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শাহী এমরান কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী ও সংগঠনের দপ্তর সম্পাদক মো. ওহিদুল আলম ওয়াহিদ।
বক্তারা বলেন, ইসলাম, মানবতা সুন্দর ও সুশৃঙ্খল জাতি গঠনের মূল উৎস। গোলামানে গাউসুল আজম দস্তগীর (রা.) সংগঠনের কার্যক্রম সামাজিক এবং মানবতাবাদী নবী-অলির প্রেমিক তথা সুন্দর ও সুশৃঙ্খল যুব সমাজ গঠনের উজ্জল দৃষ্টান্ত। ২ দিন ব্যাপী সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ইসলামিক কিতাবাদী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া আখেরি মুনাজাত করা হয়।